আগামী ২০ অক্টোবর থেকে খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। এর আগে ১৭ অক্টোবর খুলছে আবাসিক হলগুলো।
করোনা সংক্রমণের কারণে আঠার মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে খুলছে ক্যাম্পাস।
আজ বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমেদ সিনেট ভবনে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত হয়।
বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক ও একাডেমিক কমিটির সদস্য অধ্যাপক আতাউর রহমান রাজু এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ১৭ অক্টোবর থেকে আবাসিক হলসমূহ খোলা হবে এবং ২০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। এ বছর শীতকালীন ও গ্রীষ্মকালীন ছুটি বাতিল করার সিদ্ধান্ত হয়েছে।