fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরবীন্দ্র বিশ্ববিদ্যালয়রবি শিক্ষক ফারহানা সাময়িক বহিস্কার

রবি শিক্ষক ফারহানা সাময়িক বহিস্কার

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থীর চুল কেটে দেওয়ার ঘটনায় অভিযুক্ত শিক্ষিকা  ফারহানা ইয়াসমিনকে সাময়িক বহিস্কার করা হয়েছে।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা শেষে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে এই সিদ্ধান্ত আসে।

ভারপ্রাপ্ত উপাচারে্যর দায়িত্বে থাকা ট্রেজারার আব্দুল লতিফের সভাপতিত্বে অনুুষ্ঠিত বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলী স্বাক্ষরিত পত্রে গণমাধ্যকর্মীদের বিষয়টি জানানো হয়।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রশাসনিক ভবনের হলরুমে সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

ওই বৈঠকে ঢাকা বিশ্বদ্যিালয়ে কলা অনুষদের ডিন অধ্যাপক দেলোয়ার হোসেন, শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব-৩ সৈয়দা নওয়ারা জাহান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সোহরাব আলীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

সোহরাব আলী স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে, প্রভাষক ফারহানা ইয়াসমিনের ঘটনায় ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা এড়াতে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থগিত রাখা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments