fbpx
বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরোহিঙ্গা নেতা হত্যা মামলায় সন্দেহভাজন যুবক আটক

রোহিঙ্গা নেতা হত্যা মামলায় সন্দেহভাজন যুবক আটক

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে সেলিম উল্লাহ ওরফে লম্বা সেলিম নামে এক রোহিঙ্গা যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (১ অক্টোবর) দুপুরে কুতুপালং ৬ নম্বর ক্যাম্প থেকে তাকে আটক করা হয়। এপিবিএন-১৪-এর পুলিশ সুপার (এসপি) নাইমুল হক ও উখিয়া অফিসার ইন চার্জ (ওসি) আহমেদ সনজুর মোরশেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

ওসি জানান, রোহিঙ্গা নেতা হত্যা মামলার আসামিদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। শৃঙ্খলা বাহিনীর সব শাখা এই ব্যাপারে একীভূত হয়ে কাজ করছে।

দুপুরে এপিবিএন সদস্যরা সন্দেহভাজন এক রোহিঙ্গা যুবককে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

উল্রেখ্য, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে নিজ অফিসে উপস্থিত অন্য রোহিঙ্গাদের সামনেই অস্ত্রধারীরা রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করে। এই ঘটনায় পরদিন বৃহস্পতিবার বিকেলে মুহিবুল্লাহকে দাফনের পর রাতেই কক্সবাজারের উখিয়া থানায় মুহিবুল্লাহর ভাই হাবিবুল্লাহ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments