fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধর‌্যাব-১ এর সফল অভিযানে লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড থেকে ১৭০ জন উদ্ধার!

র‌্যাব-১ এর সফল অভিযানে লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড থেকে ১৭০ জন উদ্ধার!

সচেতন বার্তা, ১২ জুলাই:চাকরি দেয়ার নামে প্রতারণা করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন চক্র। লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামে এমন একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে গোপন কক্ষে আটকে রাখা ১৭০ জনেক উদ্ধার করেছে র‌্যাব।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুরের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রা.) লিমিটেড নামে একটি প্রতারক চক্রের সদস্যরা চাকরি দেওয়ার নামে দেশের বিভিন্ন অঞ্চলের বেকার যুবকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার নুর টাওয়ারের পঞ্চম তলায় চক্রের সদস্যরা অবস্থান করছে এমন তথ্য পেয়ে বুধবার রাতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়।

আব্দুল্লাহ আল-মামুন জানান, অভিযানে ১৮ জনকে আটক করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে সেখানে একটি গোপন কক্ষে আটকে রাখা ১৭০ জনকে উদ্ধার করা হয়।

র‌্যাব সদস্যরা ঘটনাস্থল থেকে নগদ ১৭ হাজার ৪৯১ টাকা, ব্যাংকের চেক বই ও ১৯টি মোবাইলসহ বিভিন্ন কাগজপত্র জব্দ করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments