রুনা লায়লা বাংলা গানের কিংবদন্তি গায়িকা। উপহার দিয়েছেন অসংখ্য শ্রোতানন্দিত-কালজয়ী গান। পেয়েছেন বহু পুরস্কার ও সম্মাননা।
বাংলাদেশ মিউজিক জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিএমজেএ) নন্দিত এই গায়িকাকে আজীবন সম্মাননা প্রদান করছে। সংগঠনটির ৮তম মিউজিক অ্যাওয়ার্ডে রুনা লায়লাকে দেওয়া হচ্ছে আজীবন সম্মাননা।
শুক্রবার এক মেইল বার্তায় খবরটি নিশ্চিত করেছে এই সংগঠন। অন্যান্য বিভাগের বিজয়ীদের নামও ঘোষণা করেছে বিএমজেএ ।
আজীবন সম্মাননা: রুনা লায়লা, সেরা সঙ্গীতশিল্পী: তাহসান খান (আবদ্ধ রবো না), সেরা গীতিকার: জুলফিকার রাসেল (চোখের ভেতর), সেরা সুরকার: রাজন সাহা (হৃদয় অনুরাগে), সেরা সংগীত পরিচালক: বাপ্পা মজুমদার (লক ডাউন ঢাকা), সেরা সমালোচক পুরস্কার (পুরুষ): বদরুল হাসান খান ঝন্টু (সাদা কাগজে), সেরা সমালোচক পুরস্কার (নারী): আফরোজা মোমেন (যদি সন্ধ্যা নামে);
সেরা প্রমিজিং শিল্পী: নাদিরা মুক্তা (খুনসুটি মন), বিশেষ জুরি অ্যাওয়ার্ড (সঙ্গীতশিল্পী): তানজিনা রুমা (আঁধার সরিয়ে), সেরা প্রযোজনা প্রতিষ্ঠান: গানচিল মিউজিক। এছাড়া সংগীতে বিশেষ অবদানের জন্য (মরণোত্তর) পুরস্কার পাচ্ছেন কামরুল হাসান খান (চলচ্চিত্র প্রযোজক- দেবদাস)।
করোনা সংক্রমণের কারণে গতবারের মতো এবারও সরাসরি মঞ্চে পুরস্কার ঘোষণা ও প্রদানের বদলে অনলাইনে পুরস্কার ঘোষণা করেছে বিএমজেএ। তবে করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনা সাপেক্ষে পরবর্তীতে বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।