রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে করোনা উপসর্গে এক নারীর মৃত্যু হয়েছে।
গতকাল শনিবার (২ অক্টোবর)) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টার মধ্যে তার মৃত্যু হয়। মৃত নারীর বাড়ি কুষ্টিয়ায়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘন্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৬ জন।
এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ৯৮ জন। রাজশাহীতে শনাক্তের হার ৪ দশমিক ০ শতাংশ।