fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধ৩৮ কেজি গাঁজাসহ পিকআপ আটক, চালক পালাতক

৩৮ কেজি গাঁজাসহ পিকআপ আটক, চালক পালাতক

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ধাওয়া দিয়ে ৩৮ কেজি গাঁজা ভর্তি একটি পিকআপ আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ। গতকাল রবিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় থেকে এ পিকআপটি আটক করা হয়। এর আগে। পুলিশের ধাওয়া খেয়ে চালক পিকআপ সড়কের পাশে ফেলে পালিয়ে যায়।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহল ডিউটি করার সময় সোনারগাঁওয়ে কাঁচপুর চাঁদমহল সিনেমা হল এলাকায় সন্দেহজনক পিকআপটি পুলিশ থামানোর সংকেত দিলে উক্ত পিকআপটি দ্রুতগতিতে ঢাকার দিকে চলে যায়। এসময় হাইওয়ে পুলিশের টহলকারী দলও গাড়ির পিছু নিয়ে ধাওয়া দিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল মোড় এলাকায় পৌঁছালে পিকআপের অজ্ঞাত নামা চালক গাড়ি ফেলে দ্রুত পালিয়ে যায়।

ওসি মো. মনিরুজ্জামান আরও জানান, পরে স্থানীয় লোকজনের সামনে গাড়িটি তল্লাশী করে চালকের সিটের পিছনে বিশেষ কায়দায় লুকানো ১৯ প্যাকেট গাঁজা উদ্ধার করে। যার প্রতিটি প্যাকেটে ২ কেজি করে মোট ৩৮ কেজি গাঁজা রয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments