২০২০-২০২১ সেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে চলমান ভর্তি পরীক্ষার ফল আগামী ১০ অক্টোবর থেকে প্রকাশ শুরু হবে। এছাড়াও ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে আগামী ১ ডিসেম্বর।
আজ মঙ্গলবার জনসংযোগ দপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বুধবার (২৯ সেপ্টেম্বর) শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত ভর্তি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ বছর ভর্তি পরীক্ষার ফল আগামী ১০ অক্টোবর থেকে শুরু ক্রমান্বয়ে বিভিন্ন ইউনিটের ফল প্রকাশিত হবে।
এছাড়া আগামী ২৫ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম শুরু হয়ে শেষ হবে ২৯ নভেম্বর। উক্ত শিক্ষাবর্ষে ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ ১ ডিসেম্বর।