রাজধানীর মিরপুর এলাকা থেকে গত সপ্তাহে নিখোঁজ চার শিশুর মধ্যে বাকি দুই শিশুকেও উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাতে নেত্রকোনা থেকে দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ।
এর আগে ওই রাতেই ঢাকার সদরঘাট এলাকা থেকে দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
মিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান জানান, সদরঘাট এলাকা থেকে উদ্ধার দুই শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। উদ্ধার হওয়া শিশুদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।
শুক্রবার বিকেলে মিরপুরের জনতা হাউজিংয়ের একটি বাসা থেকে ১৩ ও ১৪ বছর বয়সী দুই শিশু নিখোঁজ হয়। তাদের মধ্যে একজন স্থানীয় একটি স্কুলের শিক্ষার্থী, অন্যজন তাদের বাসার গৃহকর্মী। পরদিন মিরপুর থানায় একটি জিডি করে ওই পরিবার। সেখানে বলা হয়, শুক্রবার বিকেলে তারা বাসা থেকে বেরিয়ে আর ফেরেনি।