রাজধানীর মিরপুর চিড়িয়াখানা রোডের একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় একটি মর্টার সেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার র্যাবের বম্ব ডিস্পোজাল ইউনিটের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং-এর সহকারী পরিচালক মো. ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল র্যাব-৪ এর আওতাধীন মিরপুর চিড়িয়াখানা রোডস্থ ৮নং কমিউনিটি সেন্টারের পাশে একটি বাড়িতে নির্মাণ কাজ করার জন্য মাটি খননের সময় একটি মর্টার সেল সদৃশ বস্তু দেখতে পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় র্যাব।
আজ বুধবার (৬ অক্টোবর) বেলা ১২ টায় র্যাব বোম ডিস্পোজাল ইউনিটের একটি টিম মর্টার সেল সদৃশ বস্তুটি নিরাপদ স্থনে নিয়ে ডিস্পোজ করে।