fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধবরিশালে বাড়িতে হামলা চালিয়ে স্কুলছাত্রীকে অপহরণ, ৬ যুবক কারাগারে

বরিশালে বাড়িতে হামলা চালিয়ে স্কুলছাত্রীকে অপহরণ, ৬ যুবক কারাগারে

বরিশালের গৌরনদীতে বাড়িতে হামলা চালিয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের ঘটনায় ছয় যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

কারাগারে যাওয়া আসামিরা হলেন, বিষ্ণু মিত্র, অমিত বাড়ৈ, অলক বাড়ৈ, সৈকত বাড়ৈ, সাব্বির বেপারী ও জিহাদ মোল্লা। গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নে হামলা চালিয়ে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় আসামিরা। ওই ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলেন আগৈলঝাড়া উপজেলার কোদালধোয়া গ্রামের বিষ্ণু মিত্র (১৯)। সম্প্রতি বিষয়টি বিষ্ণুর পরিবারকে জানানো হয়। এতে ক্ষিপ্ত হয়ে বিষ্ণু মিত্র তার ৮-১০ জন সহযোগী ওই স্কুলছাত্রীর বাড়িতে হামলা চালিয়ে অপহরণ করে নিয়ে যান।
ওসি আরও জানান, এ ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে বুধবার সকালে থানায় মামলা দায়ের করেন। পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments