রাজশাহী মহানগরীতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত ২টার দিকে নগরীর বোয়ালিয়া থানার সাগরপাড়া এলাকার বিদ্যুৎ অফিসের পিছন থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
লাশের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। লাশের কাছে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। মোবাইল ফোনের সূত্র ধরে ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বোয়ালিয়া মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, এক পথচারী ড্রেনে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।