fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়দেশজুড়ে করোনায় আরও ১২ জনের প্রাণহানি

দেশজুড়ে করোনায় আরও ১২ জনের প্রাণহানি

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে আরও ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ছয়জন ও নারী ছয়জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১১ জন এবং বেসরকারি হাসপাতালে একজন মারা যান।

এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৬৪৭ জনে। গত ২৪ ঘণ্টায় মৃত্যুহার ১ দশমিক ৭৭ শতাংশ। বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ৩২১ জনের। নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯৭ শতাংশ। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৬৬৪ জন। মোট সুস্থ ১৫ লাখ ২১ হাজার ৭৭৭ জন। দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৬৩ জনের দেহে।

এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬০ হাজার ৮১৮ জনে। এর আগে বুধবার সারা দেশে করোনায় মারা যান আরও ২১ জন। এছাড়া শনাক্ত হয়েছে আরও ৭০৩ জনের দেহে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments