fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িজাতীয়অপরাধপ্রতারণার নতুন ফাঁদ ‘অ্যাপে ঋণ’

প্রতারণার নতুন ফাঁদ ‘অ্যাপে ঋণ’

অ্যাপের মাধ্যমে ক্ষুদ্রঋণ দেওয়ার বিজ্ঞাপন ফেসবুকে বা ইউটিউবে হয়তো অনেকের চোখে পড়েছে। সহজ শর্তে, জামানত ছাড়াই ঘরে বসে ১ হাজার থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ দেওয়ার কথা বলে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা একাধিক চক্রের সন্ধান পেয়েছে পুলিশ। অ্যাপের মাধ্যমে এক সপ্তাহের জন্য ২ হাজার টাকা ঋণ নিলে সুদ মাত্র ৫ টাকা। এ রকম নানা প্রলোভন দেখিয়ে ফাঁদে ফেলা হচ্ছে সাধারণ মানুষকে। অনলাইনে ঋণ দেওয়া একাধিক চক্রের ১২ জনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে, যাঁদের মধ্যে দুজন চীনা নাগরিক।

পুলিশের তথ্য অনুযায়ী, ক্ষুদ্রঋণের নামে অন্তত ১০টি বিদেশি অ্যাপ অবৈধভাবে বাংলাদেশে সুদের কারবার করছে। এসব অ্যাপ চীন থেকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয়। তাদের কার্যালয় রয়েছে রাজধানীর বারিধারা, বনানী, ধানমন্ডি ও মিরপুরে। তবে কার্যালয় ভাড়া নেওয়া হয়েছে তথ্যপ্রযুক্তি কোম্পানি, ফসলের বীজের ব্যবসাসহ বিভিন্ন ধরনের ব্যবসার কথা বলে। তাদের ফাঁদে পড়ে প্রতারিত ব্যক্তিদের বেশির ভাগই স্বল্প আয়ের মানুষ, চাকরিপ্রার্থী ও ছাত্রছাত্রী।

র‍্যাপিড ক্যাশ, টাকলা, ক্যাশম্যান, কুইক অনলাইন ই-লোন অ্যাপ, আমার ক্যাশ, ক্যাশ ক্যাশ, ফাস্ট লোনসহ অন্তত ১০টি অ্যাপ চিহ্নিত করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসব অ্যাপের মাধ্যমে বিভিন্ন চক্র সুদের কারবার করছে।

গত এক বছরে টাকলা অ্যাপ প্রায় ১ লাখবার, র‌্যাপিড ক্যাশ ১০ লাখবার, ক্যাশমান ৫ লাখবার এবং ক্যাশ ক্যাশ ৫০ হাজারের বেশিবার বিভিন্ন মুঠোফোনে ডাউনলোড করা হয়েছে বলে জানান ডিবির অতিরিক্ত উপকমিশনার আশরাফ উল্লাহ। গতকাল শুক্রবার রাতে তিনি প্রথম আলোকে বলেন, এসব অ্যাপের সার্ভার চীনে থাকায় কোন অ্যাপের গ্রাহকের প্রকৃত সংখ্যা কত এবং কত টাকা তারা প্রতারণার মাধ্যমে নিয়েছে, তা জানা যায়নি। যে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসব তথ্য জানার চেষ্টা চলছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments