রাজধানীর বংশালে ২নং আরমানিটোলায় একটি রাসায়নিকের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার সকাল ৯টা ২০ মিনিটে আগুন লাগে বলে সমকালকে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
এদিকে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রাও পানি ও বালি নিয়ে কাজ করছেন বলে জানা গেছে।