fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িবিনোদনজন্মদিনে ভালোবাসার কথা প্রকাশ করলেন রাকুল

জন্মদিনে ভালোবাসার কথা প্রকাশ করলেন রাকুল

রাকুলপ্রীত সিং নাকি প্রেমে পড়েছেন। এখন তার সামনে দুনিয়াটা বড়ই রঙিন। আর গতকাল তার জন্মদিনে সেই রং যেন আরও গভীর হল। জানতে চাইছেন তো রাকুলপ্রীতের প্রেমিক কে? নায়িকার জন্মদিনের দিনই তার প্রেমিকই কার্যত ঢাকঢোল বাজিয়েই তাদের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। তাতে সম্মতিও জানিয়েছেন রাকুল নিজে।

জ্যাকি ভাগনানিই হলেন রাকুলের মনের মানুষ। রাকুলপ্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে একটা ছবি শেয়ার করেছেন জ্যাকি ভাগনানি। ছবিতে দেখা গিয়েছে, জ্যাকি এবং রাকুল হাত ধরাধরি করে হাঁটছেন। ক্যামেরার দিকে তারা পিছন ফিরে রয়েছেন। তবে সাইড দিয়ে দু’জনকে বেশ চেনা যাচ্ছে।

ছবির সঙ্গে রোম্যান্টিক ভাষায় জ্যাকি লিখেছেন, তোমাকে ছাড়া দিনগুলোও কিছু নয়। তোমাকে ছাড়া অসাধারণ খাবারেও কোনও আনন্দ খুঁজে পাই না। মনের দিক থেকে সবচেয়ে সুন্দর এবং আমার পৃথিবীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। তোমার হাসির মতোই এবং তুমি যতটা সুন্দর, সে রকমই আলো ঝলমলে হয়ে কাটুক গোটা দিনটা। হ্যাপি বার্থডে (হার্টের ইমোজি) রাকুলপ্রীত। শেষে অনেকগুলো হাগ ইমোজিও দিয়েছেন জ্যাকি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments