গোপালগঞ্জের মুকসুদপুরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রশস্ত্রবোঝাই বালুবাহী একটি পিকআপ আটক করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ি পুলিশ।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে টেকেরহাট-গোহালা সড়কের উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্যগুদামের কাছ থেকে চালক ও বালুর মালিকসহ পিকআপটি আটক করা হয়। পিকআপটি মুকসুদপুর উপজেলার শান্তিপুর থেকে চরপ্রসন্নদী খাদ্যগুদাম হয়ে পার্শ্ববর্তী গ্রামের দিকে যাচ্ছিল।
পুলিশ ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার বেলা ১১টার দিকে অভিযান চালিয়ে মুকসুদপুর উপজেলার রাঘদী ইউনিয়নের চরপ্রসন্নদী খাদ্যগুদামের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্রবোঝাই বালুবাহী পিকআপটি চালক ও বালু বিক্রেতাসহ আটক করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে পিকআপ থেকে বালু আনলোড করা হয়।
এ সময় বালু দিয়ে ঢেকে রাখা ৮টি ঢাল, ১৩০টি লোহার কালি, ১০০টি বল্লম (বাঁশের কুড়ার সঙ্গে সেটিং কালি), ১৮০টি বাঁশের কুড়া, ৩৭টি বাঁশের লাঠি উদ্ধার এবং কাবুল শেখের পুত্র পিকআপের চালক কামরুল শেখ (২০) ও ওহাব শেখের পুত্র বালু বিক্রেতা সাইদুর শেখকে (২৫) আটক করা হয়।
আটককৃতদের বাড়ি একই উপজেলার পার্শ্ববর্তী গঙ্গারামপুর গ্রামে। এসব দেশীয় অস্ত্রশস্ত্র এলাকার আধিপত্য বিস্তার ও আগামী ইউপি নির্বাচনে প্রভাব বিস্তারের জন্য বিবদমান কোনো একটি পক্ষ জমায়েত করার জন্য এনেছিল। এ ঘটনায় এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতোপূর্বে উপজেলার রাঘদী ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে ৪ জন নিহত হন।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া জানান, এলাকায় সামনে ইউপি নির্বাচন ও দীর্ঘদিন আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব থেকেই সংঘর্ষ চলে আসছিল। সামনেও ইউপি নির্বাচন। এ নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এলাকায় ফের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য এসব দেশীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।