টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ড মাঠে গড়ানোর আগের দিন বাংলাদেশ দলে যোগ দিলেন সাকিব আল হাসান। সংযুক্ত আরব আমিরাতে আইপিএলের ফাইনাল শেষে ‘বাবল’ থেকে ‘বাবলে’ ট্রান্সফার হয়েছেন তিনি।
শুক্রবার রাতে আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের কাছে হারার পর আজ সকালেই টিম বাংলাদেশের হোটেলে এসে পৌঁছেছেন সাকিব আল হাসান।
আজ বাংলাদেশ সময় ৮টায় বিশ্বকাপের আগে টাইগারদের শেষ অনুশীলন। এই অনুশীলনে সাকিব থাকবে কিনা তা এখনো নিশ্চিত নয়।
জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, খেলার মধ্যে থাকায় অনুশীলন না করলেও সমস্যা হবে না সাকিবের।