ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার চুঁচুড়ার এক ফ্ল্যাট থেকে ছয় জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ।
এ সময় তাদের কাছ থেকে ভারতের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ডের মতো নথি উদ্ধার করা হয়।
গত শুক্রবার রাতে হুগলির চুঁচুড়ার ব্যান্ডেল গ্রিন পার্কের একটি ফ্ল্যাটে তল্লাশি চালায় চুঁচুড়া থানার পুলিশ। সেখান থেকেই ওই বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার করা হয়।
ঘটনার তদন্ত শুরু করেছেন চন্দননগর পুলিশের গোয়েন্দারা। তারা বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। তাদের কাছ থেকে নকল ভারতীয় নাগরিকত্বের প্রমাণ পাওয়া গেছে।
আবাসনের মালিককে শনাক্ত করেছে পুলিশ। তার বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার হালিশহরে। তাকেও গ্রেফতার করা হয়েছে। মানব পাচারে তার সঙ্গে আরও কেউ জড়িত কি-না সেটাও খতিয়ে দেখা হচ্ছে। সূত্রঃ দ্য ওয়াল।