fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ১০ লাখ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেফতার ব্যক্তির নাম মো. আনোয়ার হোসেন (৪২)।

রোববার (১৭ অক্টোবর) দুপুরে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, রোববার ভোরে র‍্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম হেরোইনসহ মাদক কারবারি আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। জব্দ করা হেরোইনের বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৮০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন জানিয়েছেন, তিনি একজন পেশাদার মাদক কারবারি। বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন তিনি।

গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা প্রক্রিয়াধীন বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments