fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটব্যাটিংটা আমাদের খুবই বাজে ছিলঃ মাহমুদউল্লাহ

ব্যাটিংটা আমাদের খুবই বাজে ছিলঃ মাহমুদউল্লাহ

টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি বাংলাদেশের। খর্বশক্তির স্কটল্যান্ডের বিপক্ষে হারের জন্য বাজে ব্যাটিংকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অধিনায়ক। তিনি বলেন ডেথ ওভারে আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু ব্যাটিংটা আমাদের খুবই বাজে ছিল।

রোববার স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে বিশ্বকাপের মূলপর্বে খেলা নিয়ে সংশয়ের মধ্যে পড়েছে মাহমুদউল্লাহর দল।

শুরুতে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের হাতে। স্কটল্যান্ড আগে ব্যাট করতে নেমে ৫৩ রানে ৬ উইকেট হারিয়ে বিপাকে পড়ে। কিন্তু শেষ ৮ ওভারে ৮৫ রান তোলে বাংলাদেশকে ১৪১ রানের টার্গেট দেয় স্কটল্যান্ড। এই গড়পড়তা টার্গেটই উৎরাতে পারেনি বাংলাদেশ। শেষ দিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান চেষ্টা করে গেলেও ১৩৪ রানের বেশি করতে পারেননি টাইগাররা।

এমন হারে হতাশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বললেন, ‘অবশ্যই আমি হতাশ। এ মুহূর্তে আমার হতাশ না হয়ে কোনো উপায়ও নেই। যেটা বারবারই বলা লাগছে ব্যাটিংটাই আমাদের মূল চিন্তার বিষয়। আমাদের ভালো ব্যাটিং করতে হবে।’

ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে এভাবেই নিজের হতাশার কথা ব্যক্ত করলেন রিয়াদ।

সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘আসলে এখানে বোলারদের দোষ দেওয়াটা ঠিক হবে না। পেসাররা প্রথম পাওয়ার প্লেতে বেশ ভালো স্পেল করেছিল। স্পিনাররা মাঝে দিয়ে বেশ ভালো করেছিল। মেহেদি ভালো বোলিং করেছে, উইকেট বের করে দিয়েছে। সাকিব ভালো বোলিং করেছে। ডেথ ওভারে আমরা আরও ভালো করতে পারতাম। কিন্তু ব্যাটিংটা আমাদের খুবই বাজে ছিল।’

ভুলগুলো শুধরানোর বার্তা দিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমরা এখন যদি এই জিনিসগুলো খেয়াল না করি, আগামী ম্যাচগুলোতে একই ভুলগুলো করি, তা হলে সামনের ম্যাচগুলোতেও ভালো কিছু হবে না খুব সম্ভবত।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments