fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনানাটোরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

নাটোরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ২

নাটোরে শহরে পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের বাইপাস রোডের পিটিআই মোড় ও কান্দিভিটা বটতলা মোড়ের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নাটোর শহরের বাইপাস রোডের পিটিআই মোড় ও কান্দিভিটা বটতলা মোড়ের মাঝামাঝি এলাকায় রাত সাড়ে ১১টার দিকে দুই মোটরসাইকেল আরোহীকে বিপরীতমুখী এক পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মোহাম্মদ তারেক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় আহত হন মো. রকিবুল ইসলাম।

খবর পেয়ে নাটোর ফায়ার সার্ভিসের কর্মীরা গুরুতর আহত রকিবুল ইসলামকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেন। পরে তার অবস্থার অবনতি হওয়ায় রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাকিবুলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর পিকআপভ্যানচালক ও তার সহকারী পালিয়ে গেছে।

নিহতরা হলেন— মোহাম্মদ তারেক (২৬) শহরের দিয়ারভিটা মহল্লার সোহরাব হোসেনের ছেলে ও মো. রকিবুল ইসলাম (২৬) একই মহল্লার মো. নিঙ্গল প্রামাণিকের ছেলে।

নাটোর থানার অফিসার ইন চার্জ (ওসি) মনসুর রহমান বলেন, পিকআপভ্যানচালক ও তার সহকারীকে আটকের চেষ্টা করছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments