fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধকুমিল্লায় আদালতে বিচারকের সামনেই হত্যাকাণ্ড

কুমিল্লায় আদালতে বিচারকের সামনেই হত্যাকাণ্ড

সচেতন বার্তা, ১৫ জুলাই:কুমিল্লার একটি আদালতে বিচারকের সামনে হত্যা মামলার এক আসামির ছুরিকাঘাতে অপর আসামির মৃত্যু হয়েছে।

“আমাদের কুমিল্লা সংবাদদাতা জানান, নিহতের নাম হাসান।

কোতোয়ালি থানার উপপরিদর্শক (তদন্ত) মো. সালাউদ্দিন জানান, আজ (১৫ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত কক্ষে বিচারকের সামনে আসামি ফারুক একই মামলার অপর আসামি হাসানকে ছুরিকাঘাত করেন। ফারুক ও হাসান সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং তারা দুজনেই একটি হত্যা মামলার আসামি ছিলেন। আজ মামলার শুনানিতে হাজিরা দিতে তারা আদালতে এসেছিলেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

রাষ্ট্রপক্ষের কৌসুলি লিয়াকত আলী বলেন, “আদালত কক্ষে বিচারক ফাতেমা ফেরদৌসের সামনেই হাসানকে ধাওয়া করেন ফারুক। এ সময় হাসান একটি টেবিলের নীচে লুকানোর চেষ্টা করলে তাকে ছুরিকাঘাত করেন ফারুক।”

“পুলিশ তাৎক্ষণিক ফারুককে ধরে ফেলে। সম্ভবত তিনি সঙ্গে ছুড়ি নিয়ে আদালতে ঢুকেছিলেন”, যোগ করেন উপপরিদর্শক সালাউদ্দিন।

তিনি আরও জানান, এ ঘটনার আগে আসামিদের কেউ পুলিশের হেফাজতে ছিলেন না। তারা নিজেদের মতো করে শুনানিতে হাজিরা দিতে আদালতে এসেছিলেন। নিহতের মরদেহ বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।”

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments