fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাকেরানীগঞ্জশ্রীনগর উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়ন বাতিল

শ্রীনগর উপজেলা নির্বাচনে ১৩ জনের মনোনয়ন বাতিল

কেরানীগঞ্জ শ্রীনগর উপজেলার ১৪টি ইউনিয়নের মনোনয়নপত্র বাছাই হয়েছে। চেয়ারম্যান পদে জমা হওয়া ৬১ জনের মনোনয়নপত্রের মধ্যে তিনজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

সংরক্ষিত নারী সদস্য পদে ১২৬ জনের মধ্যে একজন ও সাধারণ সদস্য পদে ৪৩৯ জনের মধ্যে নয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

 

বৃহস্পতিবার (২১ অক্টোবর) সন্ধ্যায় শ্রীনগর উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, চেয়ারম্যান পদে রাঢ়িখাল ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোকাজ্জল হোসেন খান, ইসলামী আন্দোলনের প্রার্থী মো. মামুন মিয়া ও বীরতারা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী গাজী শহিদুল্লাহ কামাল ঝিলুর প্রার্থিতা বাতিল হয়েছে।

সংরক্ষিত নারী পদে শ্যামসিদ্ধি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী বানুর প্রার্থিতা বাতিল হয়েছে।

সাধারণ সদস্য পদে রাঢ়িখাল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী মো. সোবেল, ৪ নম্বর ওয়ার্ডের মো. পলাশ খান, কোলাপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. মাহবুব মিয়া, কুকুটিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম মিয়া, শ্যামসিদ্ধি ২ নম্বর ওয়ার্ডের মো. মামুন, আটপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আকবর খান, ভাগ্যকুল ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাজ্জাদ হোসেন, পাটাভোগ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাসুম বিল্লাহ সুজন ও তন্তর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সামসুল আলমের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

নির্বাচনের তফসিল অনুসারে মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ২৩ অক্টোবর পর্যন্ত। আপিল নিষ্পত্তি হবে ২৪-২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ১১ নভেম্বর ভোট হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments