বাংলাদেশের বিপক্ষে এই প্রথম টি-টোয়েন্টি ক্রিকেটে মুখোমুখি হবে ইংল্যান্ড। এবারের বিশ্বকাপে প্রথমবার লাল সবুজের ক্রিকেটারদের মুখোমুখি হতে যাওয়া ইংলিশদের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে জস বাটলার জানালেন তার দলের এই দুশ্চিন্তার কথা।
বুধবার আবুধাবীর শেখ আবু জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বিকেল চারটায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা হার দিয়ে শুরু হলেও, সাকিবদের মতো ম্যাচ উইনারদের নিয়ে ভাবনায় ইংল্যান্ডের উইকেটরক্ষক ব্যাটসম্যান জস বাটলার। ম্যাচের আগে ইংল্যান্ডের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে বাটলার জানালেন, বাংলাদেশের ম্যাচ উইনারদের নিয়েই তাদের যত চিন্তা।
তিনি বলেন, ‘বাংলাদেশ স্পিন নির্ভর দল। ওরা অনেক ফিঙ্গার স্পিনার খেলায়, যাদের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। উদাহরণ হিসেবে বলা যায় সাকিবের কথা, সে বিশ্ব জুড়ে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সাকিব, মুশফিক, মাহমুদুল্লাহ অনেক দিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেটে খেলছে। বাঁহাতি পেস ও অসাধারণ স্লোয়ার বল নিয়ে মুস্তাফিজ একটি হুমকি। ম্যাচ উইনারে পূর্ণ একটি দল।’
মুস্তাফিজুর রহমান আইপিএলে বাটলারের সতীর্থ ছিলেন। দু’জনেই খেলেছেন রাজস্থান রয়্যালসের হয়ে। তবে মুস্তাফিজের থেকে বাঁহাতি স্পিনারদের হুমকি মনে করছেন বাটলার। বলেন, ‘বাংলাদেশে কয়েকজন বাঁহাতি স্পিনার আছে। আমরা বাঁহাতি স্পিনের বিপক্ষে নেটে কঠোর অনুশীলন করে যাচ্ছি, এবং ম্যাচে এই পরিকল্পনা লাগানোর চেষ্টা করবো।’
বাটলার বলেন, ‘বাংলাদেশ শক্তিশালী একটি দল। আমার মনে হয়, গত কয়েক বছরে বিশেষ করে ঘরের মাঠে টি-টোয়েন্টিতে ওদের অনেক সাফল্য রয়েছে। ঘরের মাঠে যেমন কন্ডিশন পায় অনেকটা তেমন কন্ডিশনেই খেলবে ওরা। আর ওদের দলে বেশ অভিজ্ঞ কয়েকজন খেলোয়াড় আছে।’