পার্বত্য জেলা রাঙামাটিতে অচেতন অবস্থায় হাসপাতালে আনা এক কলেজছাত্রীকে চিকিৎসক মৃত ঘোষণা করার পর সঙ্গে থাকা তিন ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।
রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ওই ছাত্রী শহরের রাজবাড়ী এলাকার একটি বাসায় ভাড়া থাকতেন।
কোতোয়ালি থানার ওসি মো. কবির হোসেন জানান, ওই তরুণীর বাড়ি জুরাছড়ি উপজেলার ৪ নম্বর দুমদুম্যা ইউনিয়নে।
“মৃত্যুর ঘটনা নিয়ে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। সুরতহাল প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ উদঘাটিত হবে। তবে অস্বাভাবিক কিছু আছে বলে মনে হচ্ছে।”
পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে ওই তরুণীকে অচেতন অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান বয়স্ক দুজন নারী। পরে মাস্ক পড়া বয়স্ক একজন পুরুষও সেখানে যান।
তারা চিকিৎসককে বলেন, মেয়েটি ‘হঠাৎ জ্ঞান হারিয়েছে’। পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেয়েটিকে মৃত ঘোষণা করলে ওই তিনজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।
তাদের পরিচয় জানতে চাইলে দুই নারীর মধ্যে একজন বলেন, ওই কলেজছাত্রী তার বাসায় ভাড়া থাকত। পরে ওই তিনজনই সেখান থেকে সরে পড়েন ।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর জানান,মেয়েটির মরদেহ মর্গে রাখা হয়েছে। শনিবার ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।