নওগাঁ শহরের আরজিনওগাঁ মহল্লায় গতকাল শনিবার দুপুরে পুকুরে ডুবে ভাই-বোনসহ একই পরিবারের চার শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো নামাশেরপুর মহল্লার টুকু মণ্ডলের মেয়ে সুরাইয়া (১০) ও ছেলে ফরহাদ (৬), সালামের মেয়ে (টুকু মণ্ডলের নাতনি) খাদিজা (৮) এবং আনার মণ্ডলের মেয়ে আশা (১১)। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, দুপুর ১টার দিকে ওই চার শিশু খেলাধুলা শেষে আরজিনওগাঁ মোল্লাপাড়া পুকুরে সবার অজান্তে গোসল করতে নেমে ডুবে যায়। বাড়ি ফিরতে দেরি হলে অভিভাবকরা খোঁজাখুঁজির এক পর্যায়ে ওই পুকুরে তাদের অচেতন অবস্থায় পান। পরে তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।
সদর মডেল থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। সবার অজান্তে তারা পুকুরে গোসল করতে নেমেছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।