নওগাঁর রানীনগরে অভিযান চালিয়ে দুইটি ওয়ান শুটার গানসহ শহিদুল ইসলাম (২৮) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটক শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তপুর থানার দক্ষিণ ইসলামপুর গ্রামের রবু আলীর ছেলে।
শনিবার (৩০ অক্টোবর) রাত ৭টায় উপজেলার মিরাট গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। রাত ১০টায় র্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, র্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন ও কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম অভিযানে নেতৃত্ব দেন। গোপন সংবাদের ভিক্তিতে রানীনগর থানার মিরাট গ্রামে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী শহিদুলকে আটক করে র্যাব সদস্যরা। এসময় দু’টি ওয়ান শুটার গান, একটি মোবাইল ফোন, একটি সিমকার্ড ও একটি গামছা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে শহিদুল ইসলাম জব্দ করা অস্ত্র অবৈধভাবে সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে রানীনগর থানায় ১৮৬৭ সালের অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে বিজ্ঞপ্তিতে জানানো হয়।