রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি অবৈধ ওয়ারলেস (ওয়াকিটকি) সেট উদ্ধার করেছে র্যাপিড আ্যকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। এ সময় পাঁচজনকে গ্রেফতার করা হয়।
গতকাল শনিবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবির সোয়েব এ তথ্য নিশ্চিত করেন।
এসময় তিনি বলেন, রাজধানীর সায়দাবাদ, মনিপুরীপাড়া, রাজারবাগ ও শেওড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩১৭টি ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এসময় পাঁচজনকে আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে এসব ওয়াকিটকি ব্যবহারের কোনও অনুমতিপত্র তারা দেখাতে পারেনি। ওয়াকিটকি কি উদ্দেশ্যে আনা হয়েছিল- এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।