fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশঅপরাধনওগাঁয় ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

নওগাঁয় ৫ হাজার ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

নওগাঁর বদলগাছীতে ৪৯৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারী ইউসুফ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

রবিবার রাতে উপজেলার সাগরপুর গ্রামে অভিযান চালিয়ে র‌্যাব ইউসুফকে ইয়াবাসহ গ্রেফতার করে। আসামি ইউসুফ আলী সাগরপুর গ্রামের মৃত-ছানোয়ার হোসেনের ছেলে।

র‌্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব-৫ জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের আভিযানিক দলের কোম্পানী অধিনায়ক লে. কমান্ডার তৌকির এবং অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলামের গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আসামি দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ করে অভিনব কায়দায় দেশের বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট সরবরাহ করে আসছিল। ইউসুফ ইয়াবাগুলো ভারত থেকে সংগ্রহ করে এই এলাকায় বিক্রির জন্য এনেছিলো। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments