fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাক্রিকেটটাইগাররা অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্যে অটুট

টাইগাররা অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্যে অটুট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে চার ম্যাচ খেলে সবকটিতেই হেরেছে বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অসহায় আত্মসমর্পণের পর এবার লাল সবুজের দলের সামনে অস্ট্রেলিয়া। আজ বৃহস্পতিবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি হবে। বাংলাদেশ সময় বিকাল ৪টায় খেলা শুরু হবে।

প্রথম রাউন্ডে দুইটি জয় নিয়ে সুপার টুয়েলভে কোয়ালিফাই করা বাংলাদেশ এই পর্বে একটি ম্যাচও জিততে পারেনি। শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের কাছে হারের পর টাইগাররা সর্বশেষ দক্ষিণ আফ্রিকার কাছে অসহায় আত্মসমর্পণ করেছে। যার ফলে বাংলাদেশ ইতোমধ্যে ছিটকে গেছে বিশ্বকাপ থেকে। আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে নিয়ম রক্ষার এই ম্যাচ খেলেই দেশে ফিরে আসবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

তবে নিয়ম রক্ষার ম্যাচে টাইগাররা তবু জয়ের দেখা পেতে মরিয়া। অন্তত একটি জয় নিয়ে দেশে ফিরতে চায় বাংলাদেশ। মূল পর্বে জয়খরা কাটানোর উপলক্ষ্যও হতে পারে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি। দুই দলের সাম্প্রতিক লড়াইয়ের পরিসংখ্যান সাহস যোগাতে পারে বাংলাদেশকে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া ৪-১ ব্যবধানে পরাজিত করে বিশ্বকাপের আগে আশার পালে হাওয়া লাগিয়েছিল টাইগাররা। যদিও বিশ্বকাপে সেই আগ্রাসী পারফরম্যান্সের ছিটেফোঁটাও নেই, তবে আজ অস্ট্রেলিয়াকে হারানোর লক্ষ্য অটুট আছে এখনও।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments