পেট্রল ও ডিজেলের দাম কমিয়েছে ভারত সরকার। দেশটিতে লিটারপ্রতি পেট্রলের দাম পাঁচ রুপি এবং ডিজেলের দাম ১১ রুপি করে কমেছে।
আজ বৃহস্পতিবার ভোর থেকে ভারতজুড়ে নতুন মূল্যে ডিজেল ও পেট্রোল বিক্রি হচ্ছে। তবে দেশটির রাজ্যভেদে ডিজেল-পেট্রলের দামও কিছুটা ভিন্ন।
বৃহস্পতিবার সকালে দাম কমে দিল্লিতে পেট্রল ১০৫ রুপি এবং ডিজেল ৯৩ রুপি দরে বিক্রি হচ্ছে। তবে মুম্বাইয়ে পেট্রল বিক্রি হচ্ছে ১১১ রুপি এবং ডিজেল লিটারপ্রতি ১০১ রুপি। এছাড়া পশ্চিমবঙ্গে দাম কমে পেট্রল বিক্রি হচ্ছে ১০৪ রুপি দরে এবং ডিজেলের দাম দাঁড়িয়েছে ৮৯ রুপিতে।