fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাসুইসাইড নোট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

সুইসাইড নোট লিখে কলেজছাত্রীর আত্মহত্যা

রাজশাহীর মোহনপুরে ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নেই’ এমন একটি নোট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বিউটি খাতুন (২০) নামে এক কলেজছাত্রী। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে।

বিউটি খাতুন উপজেলার কেশরহাট পৌরসভার হরিদাগাছি গ্রামের সাইদুর রহমানের মেয়ে। তিনি মোহনপুর সরকারি কলেজের মনোবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, বিউটি খাতুন ছোটবেলা থেকে মোহনপুর মেডিকেকের গেটের পূর্ব পাশে খালু মো. হবিবর রহমানের বাড়িতে থেকে পড়ালেখা করতেন। বুধবার রাত সাড় ১০টার পর নিজ শয়ন কক্ষে ঘুমাতে যান। রাতে যেকোনো সময় চিরকুটটি লিখে তীরের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

তবে লাশটি দড়ি ছিড়ে ঘরের মেজেতে পড়েছিল। বৃহস্পতিবার সকালে নিহতের খালা শরিফা বেগম ঘরের মেঝেতে লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। কলেজছাত্রীর খালু হরিবর রহমান জানান, বিউটি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বসহ দেখছে পুলিশ। থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। নিহতের পরিবারের লোকজন কোনো অভিযোগ না করায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments