fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িসারাদেশসাতক্ষীরায় বিকাশের ডিস্ট্রিবিউটর ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা

সাতক্ষীরায় বিকাশের ডিস্ট্রিবিউটর ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা

সচেতন বার্তা, ১৭ জুলাই:সাতক্ষীরায় বিকাশের ডিস্ট্রিবিউটরের বিরুদ্ধে এজেন্টদের প্রায় ৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। বাড়িঘরে তালা লাগিয়ে এখন লা-পাত্তা অভিযুক্ত ফারুক। নিঃস্ব হয়ে পথে বসেছেন ক্ষতিগ্রস্ত বিকাশ এজেন্টরা। এ অবস্থায় বিকাশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তারা।

পুঁজি হারিয়ে রাস্তায় নেমেছেন সাতক্ষীরার বিকাশ এজেন্টরা। মঙ্গলবার( ১৬ জুলাই)  বিকেলে জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন ক্ষতিগ্রস্তরা। তারা জানান, বেশকিছু দিন ধরে লেনদেন নিয়ে নানা অনিয়ম করে আসছিল বিকাশের সাতক্ষীরা জেলা ডিস্ট্রিবিউটর ফারুক হোসেন। একপর্যায়ে জানা যায় ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে গিয়ে তালা ঝুলিয়ে পালিয়ে গেছে ফারুক।

এ ঘটনায় বিকাশের এজেন্ট ও শাপলা এন্টারপ্রাইজের মালিক শেখ আকতার হোসেন বাদী হয়ে ফারুক হোসেনসহ ৭ জনকে আসামি করে সদর থানায় একটি মামলা করেন

সাতক্ষীরা সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘৮ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এই আসামিদের গ্রেফতারে জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

টাকা আত্মসাতের বিষয়টি বিকাশের খুলনা বিভাগীয় কর্মকর্তাদের জানানো হলেও তাদের কোন সহযোগিতা পাননি বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments