লক্ষ্মীপুরে জাতীয় সমাজতান্ত্রিক দলের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর টাউন হল মিলনায়তনে জেএসডি লক্ষ্মীপুর শাখার সভাপতি অধ্যক্ষ মো. মনছুরুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মোতালেব এর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছানোয়ার হোসেন তালুকদার। প্রধান বক্তা ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল। আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ, প্রচার সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ।
প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় জেএসডির লক্ষ্মীপুরের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।