fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিককলকাতার সাবেক মেয়রের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতার শোক

কলকাতার সাবেক মেয়রের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতার শোক

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী ও কলকাতার সাবেক মেয়র সুব্রত মুখোপাধ্যায় (৭৫) বৃহস্পতিবার রাতে মারা গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পঞ্চায়েত ও গ্রামোন্নয়নসহ রাজ্যের চারটি দফতরের মন্ত্রী সুব্রত।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যাণার্জি। খবর আনন্দবাজার পত্রিকার।

এক শোকবার্তায় মুখ্যমন্ত্রী মমতা লেখেন, ‘রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এবং রাষ্ট্রীয় উদ্যোগ ও শিল্প পুনর্গঠন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি।

সুব্রতদা ক্রেতা সুরক্ষা, স্বনির্ভর গোষ্ঠী ও স্বনিযুক্তি দফতরের মন্ত্রীর দায়িত্বও পালন করেছেন।

হাসিমুখে তিনি জেলায় জেলায় ঘুরে আমাদের সরকারের কাজে অতুলনীয় অবদান রেখেছেন। কলকাতার মেয়র হিসাবে কলকাতার সামগ্রিক উন্নয়নে তার বিশেষ ভূমিকা স্মরণীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments