fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি'র নাট্যকলা বিভাগের ছাত্রকে রাতভর নির্যাতন

রাবি’র নাট্যকলা বিভাগের ছাত্রকে রাতভর নির্যাতন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নাট্যকলা বিভাগের এক ছাত্রকে রাতভর মানসিক নির্যাতন করায়  অসুস্থ হয়ে পড়েছেন ওই শিক্ষার্থী।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা হলের ছাদে এ নির্যাতনের ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভুক্তভোগী শিক্ষার্থীর নাম সামি এম সাজিদ।

শুক্রবার (৫ নভেম্বর) দুপুরে সাজিদ নিজ ব্যাচের গ্রুপে একটি পোস্ট দেন । সেখানে লেখা ছিল, ‘আমি ডিপার্টমেন্ট ছেড়ে যাচ্ছি। গতকাল সারারাত আমাকে জোহা হলের ছাদে আটকে রেখে বিভাগের কতিপয় সিনিয়র ও অপরিচিত লোকজন গালাগালিসহ বিশ্রিভাবে মারধর করেছে। আমি অসুস্থ হয়ে পড়ি। ভোর চারটায় আমাকে ছেড়ে দেয়। কোনো অপরাধ না থাকা সত্ত্বেও আমাকে শারীরিক ও মানসিক অত্যাচার করেছে।’

পরে বিষয়টি জানাজানি হলে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে ওই শিক্ষার্থীর চিকিৎসা চলছে।

তবে কে বা কারা তাকে মারধর করেছেন সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি ভুক্তভোগী শিক্ষার্থী। তিনি চিকিৎসাধীন থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

ঘটনার বিষয়ে নাট্যকলা বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি ড. আমিরুজ্জামান বলেন, বিভাগের প্রথম বর্ষের একজন শিক্ষার্থীকে গতরাতে মানসিক নির্যাতন করা হয়। এরপর দুপুর আড়াইটার পর তার বন্ধুদের মাধ্যমে বিষয়টি জানতে পারি। ১০-১৫ জন মিলে তাকে মানসিক নির্যাতন করেছে। কিল-ঘুষিও দেওয়া হয়েছে বলে জেনেছি। বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. লিয়াকত আলী বলেন, বিষয়টি জানতে পেরেছি। প্রক্টরিয়াল বডি ঘটনা তদারকি করছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments