দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেডের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টা পরিকল্পনাকারীদের গ্রেফতারের দাবিতে গাজীপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে গাজীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে গাজীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শরীফ আহমেদ শামীম বলেন, ‘বসুন্ধরা গ্রুপ শুরু থেকেই দেশ ও দেশের মানুষের জন্য কাজ করছে। একটি মহল দেশের শীর্ষ এ শিল্প পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। প্রতিষ্ঠানের এমডি দেশের অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ক্ষেত্রে অবদান রাখছেন। তাকে হত্যার চেষ্টার নিন্দা এবং পরিকল্পনাকরীদের তদন্ত করে গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
দৈনিক বাংলাভূমির সম্পাদক নজরুল ইসলাম আজহার বলেন, ‘বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীর হত্যা পরিকল্পনাকারী পটিয়ার সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরী এবং তার ছেলে নাজমুল করিম ওরফে শারুন চৌধুরীকে তদন্তপূর্বক গ্রেফতার এবং আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের প্রতিনিধি শাহ শামসুল হক রিপন বলেন, গ্রেফতারকৃত সাইফুল হত্যার চেষ্টার কথা স্বীকার করেছেন। পিছনে থেকে যারা ষড়যন্ত্র করছে তাদেরও গ্রেফতার দাবি করছি।
সাংবাদিক আমিনুল ইসলাম বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে বসুন্ধরার এমডি হত্যাচেষ্টার সঠিক বিচার দাবি করছি।
দৈনিক মুক্ত বলাকা সম্পাদক প্রেসক্লাবের সিনিয়র সভাপতি আলমগীর হোসেন বলেন, ‘জঘন্য এ হত্যাচেষ্টার নিন্দা এবং পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনার দাবি জানাই।’
ভাষা শহীদ কলেজের অধ্যক্ষ ও প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক মুকুল কুমার মল্লিক বক্তব্যে বলেন, ‘এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। পরিকল্পনাকারীরা যতই শক্তিশালী হউক, আইনের আনতে হবে।’
প্রেসক্লাব সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজের স্টাফ রির্পোটার মাজহারুল ইসলাম মাসুম বলেন, ‘সায়েম সোবহান আনভীরকে হত্যা পরিকল্পনাকারীরা বসুন্ধরার উন্নয়ন যাত্রা বাধাগ্রস্ত করতে চায়। প্রকারান্তরে এটি মিডিয়ার উপর বড় আঘাত।’
সভাপতির বক্তব্যে সাংবাদিক খায়রুল ইসলাম বলেন, বসুন্ধরা গ্রুপ সব সময় সাংবাদিকদের কল্যাণে কাজ করে। এসময় তিনি বসুন্ধরা গ্রুপের এমডিকে হত্যারচেষ্টার নিন্দা এবং পরিকল্পনাকরীদের তদন্ত করে গ্রেফতার দাবি জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি খায়রুল ইসলাম। এসময় আরও বক্তব্য রাখেন গাজীপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান, গাজীপুর প্রেসক্লাবের দফতর সম্পাদক পলাশ মল্লিক, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্টাফ রিপোর্টার শেখ সফিউদ্দিন জিন্নাহ, বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট রাজীব সরকার প্রমুখ। প্রতিবাদ সভা সঞ্চালনা করেন ডেইলি সানের জেলা প্রতিনিধি আসাদুজ্জামান সাদ।
প্রতিবাদ সভায় বিভিন্ন টেলিভিশন, পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।