বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বসুন্ধরা সিমেন্টের জামালপুরের পরিবেশক তারেক আহমেদ খান, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহী মাকাম, বাংলাদেশ প্রতিদিনের শুভ্র মেহেদী, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন প্রমুখ।
এ সময় বক্তারা দেশের গণমাধ্যম ও শিল্প খাতে বসুন্ধরা গ্রুপের গুরুত্বপূর্ণ অবদানের কথা উল্লেখ করে অবিলম্বে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও শেখ রাসেল ক্রীড়া চক্রের চেয়ারম্যান সায়েম সোবহান আনভীরকে হত্যা চেষ্টার পরিকল্পনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।