বরিশাল শহর সংলগ্ন ঝালকাঠীর দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আজ সোমবার সকাল পৌনে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
নলছিটি থানার ওসি মনোরঞ্জন মিস্ত্রী জানান, বরিশালের বাকেরগঞ্জ থেকে ছেড়ে আসা একটি সিএনজি দপদপিয়া জিরোপয়েন্ট এলাকা পোঁছালে বিপরীত দিকে আসা একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আহত চারজনকে উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক নাসির বিশ্বাস মৃত ঘোষণা করেন। পেশায় নির্মাণ শ্রমিক নাসির বাকেরগঞ্জের চরামদ্দী এলাকার বাসিন্দা।
এ ছাড়া উন্নত চিকিৎসার জন্য মাইক্রোবাসের চালক জাহাঙ্গীর মৃধা ও সিএনজির যাত্রী মিরাজুল ইসলামকে ঢাকায় নেওয়ার পথে তাদের মৃত্যু হয়। জাহাঙ্গীরের বাকেরগঞ্জের ও মিরাজুল নলছিটির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।