fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজনীতিএখন থেকে জাপার চেয়ারম্যান জিএম কাদের

এখন থেকে জাপার চেয়ারম্যান জিএম কাদের

সচেতন বার্তা, ১৮ জুলাই:এখন থেকে জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছোটভাই জিএম কাদের। বৃহস্পতিবার (১৮ জুলাই) জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এ ঘোষণা দেন দলের মহাসচিব মশিউর রহমান রাঙা। উপস্থিত ছিলেন না রওশন এরশাদসহ দলের নেতৃস্থানীয় অনেক নেতা। পরে জি এম কাদের বলেন, দলে কোনো বিভেদ নেই।

দলের গঠনতন্ত্র বলছে, জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্য থাকবে ৪১ জন। কিন্তু বর্তমানে এ ফোরামের সদস্য রয়েছে ৫০ এর বেশি। যদিও এ পর্যন্ত কোনো অনুষ্ঠানেই একসঙ্গে দেখা যায়নি সব প্রেসিডিয়াম সদস্যকে।

প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের দাফনের একদিনের মাথায় বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকা হয় জাতীয় পার্টির পক্ষ থেকে। এতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদেরকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেয়া হয়।

এ সংবাদ সম্মেলনে জিএম কাদের আর মহাসচিব ছাড়া উপস্থিত ছিলেন মাত্র ১১ প্রেসিডিয়াম সদস্য। ছিলেন না বিরোধী দলীয় উপনেতা রওশন এরশাদ, সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও জিয়াউদ্দিন আহমেদ বাবলু। দেখা যায়নি প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মুজিবুল হক চুন্নুসহ প্রভাবশালী অনেককেই। তবে সংবাদ সম্মেলনে জিএম কাদের দাবি করেন, দলে কোন বিভেদ নেই।

এরশাদের মৃত্যুতে শূন্য হয়ে যায় বিরোধী দলীয় নেতার পদটিও। এ পদে কাকে মনোনীত করা হবে, সে বিষয়ে পরে সিদ্ধান্ত হবে বলে জানালেন জিএম কাদের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments