ফেনীর সোনাগাজীতে গোপন বৈঠক থেকে জেলা মহিলা জামায়াতের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার পৌরসভার তিন নম্বর ওয়ার্ডে অবস্থিত উপজেলা জামায়াতের সাবেক আমির কালিম উল্লার বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য এম আব্দুল্যাহ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তিনি ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (একাংশের) কেন্দ্রীয় কমিটির সভাপতি বলে জানা গেছে।
সোনাগাজী সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুকুর রহমান এ খবর নিশ্চিত করে বলেন, ‘অভিযানকালে তাদের কাছ থেকে জিহাদি ও সরকারবিরোধী প্রোপাগান্ডার বই, রোকনদের তালিকা ও কর্মপরিকল্পনা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
এছাড়া ঘটনাস্থলে উপস্থিত থাকা আব্দুল্লাহ নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনাস্থলে উপস্থিত থাকার বিষয়ে সন্তোষজনক জবাব না পেলে তাকেও গ্রেপ্তার দেখানো হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
সাংবাদিক নেতা আব্দুল্লাহ বলেন, বোনের বাড়িতে বেড়াতে গেলে পুলিশ আমাকে আটক করে। ওই বাড়িতে আগে থেকে কারা ছিলো সে বিষয়ে আমার কোন ধারণা নেই।