টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলায় মাটিকাটা রহুলী গ্রামে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে থাকা একটি ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
আজ শুক্রবার দুপুরে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের মাটিকাটা রহুলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, গোবিন্দাসী ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের ইল্লা মিয়ার ছেলে রাকিব মিয়া,মাটিকাটা গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন ও আব্দুর রশিদের ছেলে আসাদুল ইসলাম। তারা সবাই পরিবহন শ্রমিক। তাদের বয়স ১৬ থেকে ১৭ এর মধ্যে।
স্থানীয় বিদ্যুৎ খান ও মোনায়েম খান জানান, নিহত মকবুল হোসেন গতকাল বৃহস্পতিবার নতুন মোটরসাইকেল কেনে। সেই মোটরসাইকেল নিয়ে আজ শুক্রবার সকালে তিন বন্ধু ঘুরতে বের হয়। বিভিন্ন এলাকা ঘুরে দুপুরে মাটিকাটা রহুলী গ্রামে মোড় ঘুরতেই তাদের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে থাকা একটি ওয়ালের সঙ্গে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেল দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
ভূঞাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফাহিম হোসেন দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। আইনি পক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তার করা হবে।’