রাজধানীর পল্লবীতে ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) বৃহস্পতিবার রাতে রাজধানীর লালবাগ এবং পার্শবর্তী গাজীপুরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হচ্ছে- তুহিন ও হারুন অর রশীদ। তুহিনকে লালবাগ এবং হারুনকে গাজীপুর থেকে গ্রেফতার করা হয়েছে।
এ নিয়ে সাহিনুদ্দিন হত্যার ঘটনায় মোট ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে দুজন কথিত বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।
বর্তমানে কারাগারে আছেন ১৩ জন। তাদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।
গত ১৬ মে পল্লবীতে ছেলের সামনে সাহিনুদ্দিনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শাহিনুদ্দিন পল্লবীর ১২ নম্বর সিরামিক রোডের বাসিন্দা।
শাহিন উদ্দিনের মাশরাফি নামে ৭ বছরের এক ছেলে রয়েছে। ঘটনার সময় সে তার বাবার সঙ্গে ছিল।
শাহিনের পরিবারের কয়েক সদস্য জানান, জায়গাজমি সংক্রান্ত বিরোধের জেরেই সুমন বাহিনী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কিছুদিন আগেও সুমন বাহিনী শাহিনকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় ওই সময় পল্লবী থানায় মামলাও হয়।