fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনারাজধানীতে প্রকাশ্যে গম গবেষণার সাবেক কর্মকর্তা খুন

রাজধানীতে প্রকাশ্যে গম গবেষণার সাবেক কর্মকর্তা খুন

নিহত আনোয়ার সাহিদের বয়স ৭২ বছর। গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি অবসরে গিয়েছিলেন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার পর আদাবর থানা এলাকার হলিল্যান্ড গলিতে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ওই বৃদ্ধকে ছুরি মারে।

স্থানীয়রা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে সেখানে রাত ১১টার দিকে তার মৃত্যু হয় বলে আদাবর থানার পরিদর্শক (তদন্ত) সেলিম হোসেন জানান। আনোয়ার সাহিদের বাসা মিরপুর থানা এলাকার কল্যাণপুরে। কোনো এক ব্যক্তির ফোন পেয়ে তিনি শ্যামলীর হানিফ কাউন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বেরিয়েছিলেন বলে পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন।

পরিদর্শক সেলিম বলেন, “আমরা ধারণা করছি এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাকে ডেকে খুন করা হয়েছে।”

তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা হত্যাকারীকে চিহ্নিত করা যায়নি জানিয়ে এই পুলিশ কর্মকর্তা বলেন, ঘটনার পর থেকে পুলিশ মাঠে কাজ করছে।

শ্যামলীর হানিফ পরিবহনের বাস কাউন্টারের পাশেই হলিল্যান্ড গলি। এই গলিটি রিং রোডের সঙ্গে মিরপুর (কল্যাণপুর) সড়ককে যুক্ত করেছে।হলিল্যান্ড গলির একটি বাসার নিরাপত্তাকর্মী মো. বাদশা মিয়া বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা ১৩ থেকে ৭টা ১৫ মিনিটের মধ্যে ওই হত্যাকাণ্ড ঘটে। চেঁচামেচি শুনে তারা এগিয়ে গিয়ে দেখেন রিক্সা চালকেরা ভিড় করে আছে। রক্তাক্ত লোকটি রাস্তায় পড়ে আছে। রাস্তার উপরেই একটি ছুরি পড়ে ছিল।

“পরে ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজে দেখেছি আমরা। এক লোক পকেট হাত ঢুকিয়ে তিন-চার মিনিট ধরে গলিতে ঘোরাঘুরি করছিল। শ্যামলী রিং রোডের দিক থেকে ওই বৃদ্ধ গলিতে ঢোকার পর লোকটি সামনের দিক থেকে এসে মুহূর্তের মধ্যে পকেট থেকে ছুরি বের করে তার পেটে আঘাত করে পালিয়ে যান। ছুরিকাঘাতে ওই বৃদ্ধের ভুঁড়ি বেরিয়ে যায়।”

আনোয়ার সহীদ সর্বশেষ জয়দেবপুরে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুরের দশ মাইল এলাকায় গম গবেষণা ইনস্টিটিউটে প্রায় ১৫ বছর চাকরি করেন। সূত্রঃ বিডি নিউজ ২৪।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments