গাজীপুর নগরে মহাসড়কের পাশে এক যুবককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত যুবকের নাম মো. মেহেদী হাসান তুহিন (২২)। তিনি নগরীর বাসন থানার মজলিশপুরের আব্দুর রফিকের ছেলে।
শুক্রবার রাত ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে নাওজোর এলাকায় আব্দুল মালেক সুপার মার্কেটের সামনে থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) মো. জাকির হাসানি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাত ৯টার দিকে নিহতের এক আত্মীয় ওই যুবকের লাশ শনাক্ত করেন। এরপর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে ওই যুবকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।
পরে ময়নাতদন্তের জন্য লাশটি শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বৃত্তরা তাকে গলা কেটে হত্যা করে লাশ ফেলে গেছে।
তবে কী কারণে এবং কারা এ হত্যার সঙ্গে জড়িত তা এখনও জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।