নাটোরের বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় আজ শনিবার দুপুর পৌনে দুইটায় আবেদিন (২৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত এবং ইমরান বাবু (২৭) নামে এক আরোহী আহত হয়েছেন।
বড়াইগ্রাম থানাধীন বনপাড়া হতে হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন মহাসড়কের ফারুকের দোকানের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত আবেদিন সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার শিয়ালকোল গ্রামের মোহর আলীর ছেলে।
পুলিশ জানায়, আবেদিন ও ইমরান বাবু নামের দুই মোটরসাইকেল আরোহী নাটোর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিলেন। বনপাড়া হতে হাটিকুমরুল মহাসড়কের বনপাড়া বাইপাস সংলগ্ন মহাসড়কের পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অজ্ঞাতনামা পিকআপের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে দুইজনই গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য বনপাড়ার আমিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবেদীনকে মৃত ঘোষণা করেন।
মোটরসাইকেলে থাকা অপর আরোহী ইমরান বাবু আশঙ্কামুক্ত আছেন বলে জানান কর্তব্যরত চিকিৎসক।