বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় রায়ের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
আজ রবিবার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালত যুক্তিতর্ক উপস্থাপন শেষ এ দিন ধার্য করেন। সংশ্লিষ্ট আদালতের বিশেষ পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভূইয়া বিষয়টি জানিয়েছেন।
এদিন কারাগারে আটক ২২ আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর তাদের উপস্থিতিতে আসামি মো. মুজাহিদুর রহমানের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী। এর মধ্য দিয়ে এ মামলার মোট ২৫ আসামির মধ্যে ২৫ জনের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলো। এরপর আদালত রায়ের জন্য আগামী ২৮ নভেম্বর দিন ধার্য করেন।