হলফনামায় শিক্ষাগত যোগ্যতার গড়মিলের অভিযোগ এনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য হাসান ইমাম খান সোহেল হাজারীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
আদালতে রিট আবেদনটি দায়ের করেন স্থানীয় আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত বিষয়টি নিশ্চিত করেছেন।
রিটে হলফনামায় শিক্ষাগত যোগ্যতায় গড়মিল আছে উল্লেখ করে গত ২৫ জুলাই স্পিকার বরাবর চিঠি দেন মোখলেসুর রহমান। বিতর্কের বিষয়টি নিষ্পত্তির জন্য নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ করেন তিনি।কিন্তু সেটি না হওয়ায় ওই চিঠি নিষ্পতিতে হাইকোর্টে আবেদন করেন এই আওয়ামী লীগ নেতা। আবেদনে ওই আবেদন নিষ্পত্তিতে নির্দেশনা চাওয়া হয়েছে।