fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাঅপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা

যৌন হয়রানির অপমান সইতে না পেরে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শাম্মী আকতার মিলি (১৫) নামে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী।

গতকাল বিকাল ৩টায় জয়পুরহাটের ক্ষেতলাল বড়তারা গ্রামে এ ঘটনা ঘটে। শাম্মী আক্তার ওই গ্রামের মিলন মিয়ার মেয়ে। জানা গেছে, বাঘাপাড়া গ্রামের মামুনুল ইসলাম মামুনের ছেলে রফিকুল ইসলাম (৪০) দীর্ঘদিন থেকে যৌন হয়রানি করে আসছিল বুদ্ধি প্রতিবন্ধী ওই শিক্ষার্থীকে।

গত ৭ই নভেম্বর স্কুলের এসএসসি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ওই শিক্ষার্থী। অনুষ্ঠান শেষে বিকালে বাড়ি ফেরার পথে একই  গ্রামের রফিকুল ইসলাম রফিকের ছেলে শাহিনুর তাকে বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে তার মোটরসাইকেলে তুলে নেয়। মোটরসাইকেলে ভিন্ন পথ ঘুরিয়ে বিকাল ৫টার সময় স্কুলের পরিত্যক্ত ঘরের সামনে নিয়ে আসে। এ সময় রফিকুল ওই শিক্ষার্থীকে কৌশলে স্কুলের পরিত্যক্ত ঘরে নিয়ে যৌন নির্যাতন করে।

তখন ওই শিক্ষার্থী কান্না শুরু করলে  স্থানীয় লোকজন এগিয়ে আসলে রফিকুল পালিয়ে যায়। ওই ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে পরদিন ৮ই নভেম্বর দুপুরে রফিকুল ইসলাম ও শাহিনুর রহমানের নামে থানায় মামলা করেন। এর ১০ দিন পর গতকাল বিকাল ৩টায় গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে শাম্মী আকতার মিলি।
স্থানীয়রা জানায়, বাঘাপাড়া গ্রামের রফিকুল তিন সন্তানের জনক হলেও তার স্বভাব চরিত্র খারাপ। তার সহযোগী শাহিনুরও একই প্রকৃতির।
ক্ষেতলাল থানার ওসি নীরেন্দ্রনাথ মণ্ডল বলেন,‘অষ্টম শ্রেণির ওই শিক্ষার্থী বুদ্ধিপ্রতিবন্ধী। তাকে স্থানীয় দুইজন যুবক যৌন হয়রানি করেছিল এ বিষয়ে থানায় মামলা হয়েছে। আসামি পলাতক আছে। লাশ থানায় নেয়া হয়েছে ময়নাতদন্ত শেষে তার আত্মহত্যার প্রকৃত ঘটনা জানা  যাবে।’
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments